1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালের পড়েছে। পিরোজপুর-ইন্দুরকানী-কলারন সড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় শুক্রবার ভোররাত থেকে খালের দুই পাড়ের সব ধরণের যানচলাচল বন্ধ রয়েছে।এতে ভোগান্তিতে পড়েছে সন্ন্যাসী, কলারণ,ইন্দুরকানি-পিরোজপুর রুটে চলাচলকারী কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানী উপজেলার কঁচা নদী সংলগ্ন খোলপটুয়া গ্রামের আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় সময় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারণা স্থানীয়দের। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর তারা ট্রাক ফেলে পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানান। সেতুটির আশপাশের বাসিন্দারা জানান, কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ এই সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ৫ টনের অধিক যানবাহন চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দু’পাড়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় তারা জানান, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓