1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, ১৯ গ্রাম ঝুঁকিতে বিকল্প রুটের দাবি এলাকাবাসীর নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তরীক্বা চর্চার মাধ্যমে আমাদের আমিত্ব বিলীন হয়ে যায় -ছারছীনার পীর ছাহেব সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত — আহম্মদ সোহেল মনজুর রবিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তাবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই – ইলিয়াস হোসেন মাঝি নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খোকসা উপজেলা বিএনপি’র বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৩ আগস্ট) খোকসার ঐতিহ্যবাহী জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলন ঘিরে পুরো খোকসায় তৈরি হয় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ বাহারুল আলম বাহার।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন।সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।বাবু জয়ন্ত কুমার কুন্ডু তাঁর বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কোনো দিন ক্ষমতাচ্যুত হবেন না। কিন্তু সেই বক্তব্য টেকেনি।তিনি আরও বলেন, “তারেক রহমানই একমাত্র নেতা, যিনি লন্ডনে বসে বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনার প্রতীকী শক্তিকে একত্রিত করে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। তার নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের আসল শক্তি হয়ে উঠবে।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি’র সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু মুন্সি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরিফসহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তবে আলোচিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি অনুষ্ঠানে দেখা যায় নি।সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। দীর্ঘ ১২ বছর পর আয়োজিত এই সম্মেলন খোকসা উপজেলা বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓