
আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
“আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গত ১৭ বছরে আমরা কারাবরণ করেছি, রক্ত দিয়েছি। তবুও মাথা নত করিনি—ভবিষ্যতেও করব না। পটুয়াখালী-৩ আসনে এই ত্যাগেরই ফল ইনশাআল্লাহ আমরা পাব। এই আসনে জাতীয়তাবাদী দলেরই এমপি থাকবে।”তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলে বিএনপির জনসভায় আওয়ামী লীগের লোকজন আসে। আমি বলব—সকল দলের মানুষ আসুন। যারা কোনো অত্যাচার-নির্যাতনে জড়িত নন, যাদের নামে মামলা নেই—তারা যদি আজকের এই জনসভায় অংশ নেন, আমরা তা ধন্য মনে করব। জনগণের সভায় জনগণের কথাই মুখ্য, রাজনৈতিক পরিচয় বাধা নয়।”মাঠের বাস্তবতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, “বিএনপি এখানে সুসংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা স্পষ্ট—দলের দুঃসময়ের সাথী, মাঠের লড়াকু নেতাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ।”সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন,“আমরা আপনাদের নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো। মুসলিম ও সনাতন উভয় সম্প্রদায়ের জন্যই সমান উন্নয়ন নিশ্চিত করবো।”স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন।পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা ডিগ্রি কলেজের মাঠে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বিএনপি’র জনসভায় প্রধান অতিথি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জেল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রাইসুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, এডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, উপজেলা দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ ফজলুর রহমান প্রমুখ।