1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

ভান্ডারিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত মানষিক প্রতিবন্ধী নারীর পুত্র সন্তান প্রসব; হাসপাতালে নিলেন পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে সন্তান প্রসব করলেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী। রবিবার (২৭ আগষ্ট) সকালে পৌর শহরের ভুবনেশ্বর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ওই নারী ফুটফুটে একটি পুত্রসন্তান প্রসব করেন। পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নবজাতক শিশুটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না ওই প্রতিবন্ধী নারী বা স্থানীয়দের কেউ। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার (২৫) নামের এক রিক্সা চালক জানান, ওই নারী সন্তান প্রসাবের কালে থানা পুলিশের একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের এমন ভুমিকায় স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। প্রসব ব্যথা ওঠার পর ওই নরী নিজে নিজেই তার গর্ভের সন্তানটি প্রসব করেন। সন্তান প্রসবের পর থেকে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার কামাল হোসেনে মুঠোফোনে জানান, প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, ওই দিন সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থ্যতা পরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণনর সহায়তা চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓