1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু ‎ রাত পোহালেই কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন: উচ্ছোষিত নেতাকর্মীরা যাদের হাতে নিজের দলের কর্মী নিরাপদ নয়! তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে ——মাসুদ সাঈদী তারাকান্দার সুফিয়া ধর্ষণ ও হত্যা মামলায় কথিত প্রেমিক রোহান গ্রেফতার রাজাপুরে বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও ঝাড়ু মিছিল ১৬ বছর পর আগামীকাল মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন কাউখালীর বেকারিতে অনুমোদনহীন খাদ্য তৈরি : কারখানা বন্ধের নির্দেশ  কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন

রাজাপুরে ইউপি সদস্য’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে জোরপূর্বক জমি দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের পায়তারার অভিযোগ উঠেছে শুক্তাগড় ইউপি সদস্য নূরে আলম মল্লিকের বিরুদ্ধে। সে শুক্তাগড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং ঐ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। একই এলাকার মৃত খান জাহান আলী মল্লিকের ছেলে মোস্তাফিজুর রহমান লিটন মল্লিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উভয়ে পরস্পর নিকটাত্মীয় এবং একই সম্পত্তির ওয়ারিশ। অভিযোগ সূত্রে জানাযায়, ইউপি সদস্য নূরে আলম মল্লিক, নুরুল হুদা বাদল ও নূরুল আমিনের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে লিটন মল্লিক ও বড় ভাই বাবুল মল্লিকদের সাথে। বাবুল মল্লিকদের পৈত্রিক সূত্রে পাওয়া এই সম্পত্তি দীর্ঘদিন যাবত দখল করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন প্রতিপক্ষরা। প্রতিপক্ষরা তাদের সম্পত্তি জোরকরে দখল করবে লোকমুখে এমন সংবাদ পেয়ে ১৬ জুন রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত সহয়তা চান ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান লিটন। ভুক্তোভোগী মোঃ মোস্তাফিজুর রহমান লিটন মল্লিক সাংবাদিকদের জানায়, ১৭ জুন শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নূরে আলম মল্লিক তার লোকজন নিয়ে আমাদের সম্পত্তি জোর পূর্বক দখল করে রাস্তা নির্মাণের জন্য খুটি পুঁতে দড়ি টাঙ্গিয়ে দেয় এবং আমাদের অনেক গাছপালা কেটে ফেলে। তাতে আমরা বাধা দিলে আমাদের জীবন নাশের হুমকি দেয়। ইউপি সদস্য নূরে আলম মল্লিক তার বিরুদ্ধে প্রতিপক্ষের দেয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৬ সালে এই রাস্তা নির্মাণ কাজের জন্য একটি মিমাংসাপত্র রয়েছে এবং তা উভয়ের স্বাক্ষরিত। সেই অনুযায়ী আমি রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু করেছি মাত্র। রাজাপুর থানার এএসআই আজাদ বলেন, কর্মকর্তাদের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধীয় জমিতে সকল রকমের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়েছে। অপারগতায় পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓