
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে শ্রীগু সংঘ আশ্রম গেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর কাউখালীর অস্থায়ী ক্যাম্পের সার্জেন্ট জহির এর নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে চারটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যান চলাচল রোধ এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।